নিমতলী ট্র্যাজেডির সেই তিন কন্যা রত্না, রুনা ও আসমা আজ মায়ের বাড়িতে যাচ্ছেন। এ তিন কন্যার দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বামীসহ গণভবনে দাওয়াত করেছেন।
মেয়েদের উকিল পিতা আওয়ামী লীগ নেতা হাজী সেলিম ও স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনও পেয়েছেন গণভবনের আমন্ত্রণ। গত ৯ই জুন বিয়ের পর আজ প্রথম মায়ের বাড়িতে যাচ্ছেন রত্না, রুনা ও আসমা ও তাদের বরেরা। সন্ধ্যা ছয়টায় তারা গণভবনে যাবেন বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ সেলিম।
তিনি জানান, অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাদের দাওয়াত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের সহযোগিতা ও বরদের চাকরির বিষয়েও আলোচনা করতে পারেন। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে গণভবনে বিয়ের পর রত্নাকে নিয়ে হোসেনী দালান রোডের নিজ বাসায় ওঠেন সাইদুর রহমান সুমন। রুনার উকিল পিতা লালবাগের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের বাড়িতে স্বামীসহ ওঠেন রুনা ও আসমা। পরে আসমা ও তার স্বামী আলমগীর হোসেন তাদের উকিল পিতা লালবাগের সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের বাসায় ওঠেন।
তারা এখন সেখানেই বসবাস করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।