নিমতলীতে অগ্নকান্ডে শতাধিক মানুষ মারা গেছে। ভীষন দূঃখজনক সংবাদ। যতদুর জানা যায় একটি আবাসিক ভবনের নীচ তলায় অবস্থিত রাসায়নিক দ্রব্যের গুদাম থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। বাড়ির মালিকের (যিনি ওই রাসায়নিক দ্রব্যেরও মালিক) পরিবারের অনেক সদস্যও মারা গেছে এই দূর্ঘটনায়।
তা স্বত্ত্বেও অনেকেই আশংকা করছে এটা ষড়যন্ত্র মূলক কাজ। জিয়ার মৃত্যুতে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ফেইসবুককে ঘিরে সরকারের প্রতি সাম্প্রতিক সৃষ্ট জনরোষ থেকে জনগনের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্যে সরকার ষড়যন্ত্রমূলকভাবে এটি ঘটিয়েছে।
সন্দেহ অতি মাত্রায় পোষন করা এক ধরনের রোগ। আর বাঙ্গালীর ঘাড়ে কত প্রকটভাবে জুজু বুড়ি ভর করেছে সন্দেহবাদীদের কাজেই সেটাই প্রমান হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।