নিমতলী অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে অবিভাবকের মত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই 'প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিলে' টাকা দান করেছেন। সরকার ঘোষনা দিয়েছে ক্ষতিগ্রস্থদের জন্যে সরকার সাধ্যমত সহায়তা দেবে।
রুনা ও রত্নার বিয়ে আজ গণববনেঃ
মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ 'মা' হিসেবে দুই কন্যা রুনা ও রত্না'কে সম্প্রদান করবেন। গণভবনে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্ব ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
অবশ্য জননেত্রী শেখ হাসিনার জন্যে এটা নতুন কোন ঘটনা নয়। তিনি সবসময় অসহায় মানুষের পাশে এসে দাড়ান। এ পর্যন্ত অনেক অসহায় মানুষের সংসারের খরচ বহনের দায়িত্ব তিনি নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।