ঢাকার নিমতলীতে গতরাত ৯.১৫ মিনিটে ছাতিয়ানা মসজিদের কাছে ট্রান্সফরমারে বিস্ফোরনঃ
কয়েক বাসায় আগুন লাগে ও ছড়ায়।
১১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ সংখ্যা আরো বেশী হবে।
এক বাড়ীতে কনের বাগদান হচ্ছিল, কনেসহ ৪০জনের লাশ উদ্ধার।
ঢাকা মেডিক্যালে ও সলিমুল্লাহ মেডিক্যালে চিকিৎসাধীন আহত শতাধিক।
মৃতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী।
প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিট আজ সকালে পরিদর্শন করেন। তিনি তার দিনের সব কর্মসূচী বাতিল করেছেন।
আহতদের যথাসাধ্য চিকিৎসা দিতে বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে যান।
রাতেই দেখতে যান বিরোধীদলীয় নেত্রী।
খাদ্যমন্ত্রী ড, আব্দুর রাজ্জাক দেখতে যান।
মৃত পরিবারের তাৎক্ষণিক প্র্য়োজন মেটাতে, দাফনের জন্য প্রত্যেককে কুড়ি হাজার করে টাকা দানের ঘোষনা। পরবর্তীতে যথাযথ সহায়তাদান।
আহতদের চিকিৎসা ব্যয় সরকারের।
স্বাস্হ্যমন্ত্রী সাথে ও খোঁজখবর নিচ্ছেন।
ঘটনা তদন্তে ইকবাল হোসেন চৌধুরী, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি। ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।
সাদেক হোসেন খোকা ও হাসপাতালে।
উদ্ধারকাজে সেনাবাহিনী, র্যাব, পুলিশের যোগদান।
সরকারী স ব বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
ফায়ারসার্ভিসের কাজ চলছে।
ডাক্তার, নার্স, সহ সবাই আহতদের যথাসাধ্য সেবায় নিয়োজিত।
অনেকে মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে।
অনেক পরিবারে একাধিক মৃত।
মানবিক কারনে ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে পারবে পরিজনরা।
আজিমপুর কবরস্হানে ঢাকা সিটি কর্পো.এর তদারকীতে দাফন কাজ শুরু।
বার্ণ বিভাগের প্র্ধান তার ৪০ বছরে এমন দগ্ধ হবার ঘটনা দেখেন নি।
মৃতদের আত্মার মাগফেরাত কামনা করি। সুস্হদের সুচিকিৎসা ও নিরাময়।
আল্লাহ সহায় হোন সবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।