ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
বিজ্ঞাপন বিরতির পর
-আবু মকসুদ
শ্রোতার ভূমিকায় নিরাপদ নই
অংশগ্রহনের প্রয়োজন জেনে
পাখিরা নীল শাড়ির ডানায় হাতছানি দেয়
জলরাঙা বেঘোর বাড়িতে স্বপ্ন শ্যামলী
ট্রেন যেতে চায় ঘুমের ঘোরে, আমি দেখি
আর,
রূপকথার বাজারে বেচি ভুবনমোহন কলমিলতা।
যে তরলতা গড়িয়ে পড়ে বিকেলের রোদে
তাকে শুভ্রতায় লেপে পরিত্রাণের কাঙ্ক্ষা বুনি,
আমার উড়নচণ্ডী ঘুম, হারায় স্পর্শের সম্ভাবনা
নিজের দুঃখের পাশে স্বজনশ্যামলী এলে
উড়ে যায় ছেলেবেলার হাঁস, দুরূহ জঙ্গল
মৃদু হাওয়ায় সত্ত্বার শুভাশিস জানায়
জীবনে থাকা চাই চকচকে বিজ্ঞাপন বিরতি
কিছুটা ভুলের বিন্যাস
যেভাবে বেড়ে উঠে উপকূলের জল
ভাসায় এবং ডুবায়
স্বপ্নের শ্যামল মায়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।