হাই কোর্ট ডিসিসি নির্বাচনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার পর আইনি জটিলতা কাটলেও সুলতানগঞ্জের বিষয়টি নতুন জটিলতার সৃষ্টি করতে পারে বরে মনে করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তরা।
তবে তারা এও বলছেন, ‘দ্রুততম সময়ে’ নির্বাচন করার জন্য আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি ইসি সচিবালয়ের আছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সপ্তাহের মধ্যেই কমিশন সভা হওয়ার কথা রয়েছে। আমরা নির্বাচন করার সব প্রস্তুতি রেখেছি। ইসি সিদ্ধান্ত নিলে যে কোনো সময় নির্বাচন হতে পারে।
”
সিটি করপোরেশনভুক্ত নতুন ১৩টি এলাকাকে ওয়ার্ডভুক্ত করার বিষয়ে করণীয় নির্ধারনে গত ৯ মে স্থানীয় সরকার বিভাগের মতামত চায় ইসি সচিবালয়।
এর জবাবে রোববার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শওকত আলী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “তেজগাঁও সার্কেলভুক্ত সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি পাড়া-মহল্লা সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অর্ন্তভুক্ত করা হয়। কিন্তু ওই এলাকাগুলো ওয়ার্ডভুক্ত না করেই ডিসিসি নির্বাচন আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো “
ইসি কর্মকর্তারা জানান, নতুন এসব এলাকা নিয়ে নির্বাচন করতে গেলে সীমানা পুননির্ধারণ করাসহ কিছু বিষয় রয়েছে, যার জন্য সময় প্রয়োজন। আবার তাদের বাদ দিয়েই নির্বাচন করতে গেলে ‘সংক্ষুব্ধ পক্ষের’ কারণে নতুন করে আইনি জটিলতা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, “স্থানীয় সরকার বিভাগের জবাব পর্যালোচনা করে করণীয় ঠিক করা হবে।
”
কবে নাগাদ নির্বাচন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এজন্য ৪০/৪৫ সময় প্রয়োজন।
“জুলাইয়ের প্রথম সপ্তাহে বা রমজানের আগে নির্বাচন করতে পর্যাপ্ত সময় রয়েছে কিনা দেখতে হবে। আবার রমজানের মধ্যে নির্বাচন দেওয়াও সম্ভব নয়। অন্যদিকে প্রার্থীদের প্রচার-প্রচারনারও সময় দিতে হবে। … সিইসি সুস্থ্য হলেই ইসির বৈঠক হতে পারে।
বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ”
তবে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলছেন, রোজার আগে ৩৫ দিনেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
“যত দ্রুত নির্বাচন করা যায় ততোই ভাল। এক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। ”
গত বছরের এপ্রিলে ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ওই বছরের ২৪ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি রিট আবেদনে আদালত এর ওপর স্থগিতাদেশ দেয়।
গত ১৩ মে সেই রিট খারিজ করে স্থগিতাদেশ প্রত্যাহার করে হাই কোর্ট।
২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়। ২০১১ সালের নভেম্বরে ৩৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ ও ৫৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই ভাগ হয় ডিসিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।