সোমবার শেরে বাংলানগরে কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সুলতানগঞ্জ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সীমানা বিন্যাস না করায় কমিশন ডিসিসি নির্বাচন করতে পারেনি।
“স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশনকে জানিয়ে দিয়েছে, অল্প সময়ে সীমানা ঠিক করে দেয়া সম্ভব নয়। তারা না চাইলে কমিশন জোর করে এ নির্বাচন করতে পারে না। ”
শাহনেওয়াজ জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান। আইন অনুযায়ী কমিশন কেবল তাদের নির্বাচনগুলো আয়োজন করে দেয়।
“জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ডিসিসিসহ আর কোনো স্থানীয় সরকার নির্বাচন করা ইসির পক্ষে সম্ভব হবে না। ”
আগামী দশম সংসদ নির্বাচন হওয়ার কথা ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে।
২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণে দুই ভাগ করা হয়। পরের বছরের মে মাসে তফসিল ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
চলতি বছরের মে মাসে নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ উঠে গেলে নতুন করে তফসিল ঘোষণার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি নতুন ওয়ার্ড যুক্ত হওয়ায় সীমানা জটিলতায় নির্বাচন আবারো ঝুলে যায়।
সীমানা নিয়ে জটিলতা নিরসনে এরপর স্থানীয় সরকারের পরামর্শ চায় তারা। কিন্তু তাতেও ইতিবাচক সাড়া পায়নি ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী গত বছরের ২৪ মে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।