আমাদের কথা খুঁজে নিন

   

আমি হরতালের পক্ষে...

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

আগামী ২৭শে জুন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপি প্রথমবারের মত সারাদেশ ব্যাপী হরতাল ডেকেছে। গনতান্ত্রিক দেশের রাজনৈতিক আন্দোলনের সর্বোচ্চ ধাপ হল হরতাল। তাই হরতাল ডাকার জন্যে যথেষ্ট যৌক্তিক দাবী ও কারন থাকা প্রয়োজন। এবারের হরতালের পেছনে বিএনপির বেশ কিছু যৌক্তিক দাবী রয়েছে। দাবীগুলোর মধ্যে গুরুত্বপুর্ন কয়েকটি হল, ১. পানি-বিদ্যুত-গ্যাস নিশ্চিত করন, ২. রাজনৈতিক হয়রানীমূলক পুলিশী ধরপাকড় বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি ইত্যাদি।

উপরের দুটো বিষয়কে বিচার করলে হরতালের মত আত্নঘাতি আন্দোলনকে সমর্থন করতে ইচ্ছে করে। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে হরতালের কারনে জনগনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা এবং জনগনের নিজেদের স্বার্থেই হরতালকে সমর্থন করার আহ্বান এসেছে। আমার মনে হয় জনগন তা গ্রহন করবে, অন্ত:ত আমি করছি। বিএনপি এরই মধ্যে ঘোষনা করেছে যে, যদি সরকার পানি-বিদ্যুত-গ্যাস সমস্যা দুর করার ব্যপারে ইতিবাচক পদক্ষেপ নেয় এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে হয়রানী বন্ধ করে তবে হরতাল ঘোষনাকে উঠিয়ে নেবে। কিন্তু আজও এ বিষয়গুলোর প্রতি সরকারের কোন নজর আছে বলে মনে হচ্ছেনা।

গত এক মাস সুযোগ পেয়েও সামান্যতম সচেতনতা সরকারের মাঝে দেখা যায়নি। গত ছয়মাসে আমরা হতভাগা জনগন ঘন্টা মেপে নিয়মিত বিদ্যুতের আসা যাওয়ার অসহ্য এ পরিবর্তনে অভিযোজিত হতে চলেছি। এখনো আমার বাসায় পানি নেই, সেই সাথে লাখো মানুষ পানির জন্য আমার সাথে হাহাকার করছে। গ্যাসের চাপ কম থাকায় দুপুরের খাবার পরেরদিন রাত খেতে হচ্ছে অনেককে। সর্বোপরি বাংলাদেশের মানুষকে ঈঁদুরের গর্তে আটকে বিষাক্ত গ্যাস চালিয়ে দেয়া হয়েছে যেন।

এই ঈঁদুরের গর্ত থেকে আমরা বেরুতে চাই। বেরুতে গেলে একটু শক্তি প্রয়োগ করতেই হবে। আর গনতান্ত্রিক দেশে শক্তি প্রয়োগের সর্বশেষ পদ্ধতি হল হরতাল। তাই আমি হরতালের পক্ষে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.