রোববার রাত সাড়ে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল মনসুর আহমেদের মৃত্যু হয়েছে।
এক সময়ের তুখোড় ছাত্রনেতা আবুল মনসুর আহমেদের মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, জেলা পরিষদ প্রশাসক রেজিনা রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
আবুল মনসুর আহমেদ স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।