আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ততা নেই চাওয়ার

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

খেয়াযানে চড়া হয়নি আজো; স্বপ্নের সোপানেও ওঠা হয়নি, যতই তুমি বলো,মেলবে সবই শুধু চোখ বুজো । খুব বেশি পাওয়া হয়নি, অপ্রাপ্তিও লাগেনা হারিয়ে চোখ হরিণী। চলছেতো জীবন, গতিটাই এমন, গন্ডিটাও তেমন। ছোট্ট পরিধি আমার বিষম খেয়ে চলা বারবার, তারপরও দৃষ্টিসীমায় হিজল বন; এখন বেশ আপন। ব্যস্ততা নেই চাওয়ার, নেই ছুটে চলা অনেক পাওয়ার। যাক না এমন আরো কিছুদিন, ফুরাবে সময়, জিরিয়ে নিব ক্লান্তি বিহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।