আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
গ্রিসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। দলনায়ক হিসেবে লিওলেন মেসির অভিষেক জয়ে এই ‘বি’ গ্রুপেরই আরেক দল এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কপাল খুলেছে।
গতরাতে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে ফেবারিট আর্জেন্টিনা তাদের জয়ের ধারা অব্যাহত রাখলো। অন্যদিকে, ‘বি’ গ্রুপের অপর খেলায় নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করায় ২য় রাউন্ডের টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রিসের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা।
কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা না মেলেনি। প্রথমার্ধের শেষ দিকে মেক্সি রড্রিগ্রেজ ও মেসির শট গ্রিসের গোলকিপার নিপুণ দক্ষতায় বাঁচিয়ে দিলে গোল শূন্য থেকেই মাঠ ছাড়ে মেসি বাহিনী।
দ্বিতীয়ার্ধেও মাঠজুড়ে আর্জেন্টিনা আধিপত্য বিরাজ করলেও গোলের দেখা মিলেছে ৭৭ মিনিটে। ভেরনের কর্নার কিক থেকে বল পেয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ডেমিচিলস গোল করে আনন্দে ভাসান আর্জেন্টিনা সমর্থকদের।
এরপরও একাধিক সুযোগ আসে কিন্তু কাজে লাগাতে পারেনি হিগুয়েন, তেভেজদের পরিবর্তে খেলতে নামা স্ট্রাইকাররা।
শুরু থেকেই অপ্রতিরোধ্য মেসির আক্রমণ ঠেকাতে ব্যস্ত গ্রিস রক্ষণভাগ। তারই ধারাবাহিকতায় ৮৫ মিনিটে মেসির দুর্দান্ত শট গ্রিসে গোলবারে লেগে ফিরে আসলে এ ম্যাচেও গোল বঞ্চিত হন তিনি।
খেলার ৮৮ মিনিটের মাথায় মেসির নেয়া ফিরতি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় মার্টিন পালেমারো।
‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়ার দল হিসেবে ২য় রাউন্ডে টিকে থাকলো দক্ষিণ কোরিয়া।
তবে প্রথম গোল দিয়ে খেলায় এগিয়ে ছিলো নাইজেরিয়া।
খেলার ১২ মিনিটে নাইজেরিয়ার পক্ষে কালা উচে গোল করে এগিয়ে নেন দলকে। গোল পরিশোধে মরিয়া দক্ষিণ কোরিয়া সফলতা পায় ৩৮ মিনিটে। সমতাসূচক গোলটি করেন লি জুং সু।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন পার্ক চু ইয়ং। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
খেলার ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার পক্ষে ২য় গোল করে সমতায় ফেরান ইয়াকুবু।
২য় রাউন্ডে আর্জন্টিনার মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ মেক্সিকো। আর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।