Abar
ঘটনাটা একটা স্প্যানিশ জাহাজের।
একদিন মেট এসে ক্যাপ্টেনকে খবর দিল, ক্যাপ্টেন, একটা পাইরেট শীপ এগিয়ে আসছে।
ক্যাপ্টেন দ্রুত ডিসিশন নিলেন, যাও, আমার লাল শার্টটা নিয়ে এসো, কুইক!
লাল শার্ট পরে ক্যাপ্টেন পাইরেটদের সাথে যুদ্ধ করলেন। জিতেও গেলেন।
এরপর এক নাবিক এসে জানতে চাইল, ক্যাপ্টেন, আপনি লাল শার্ট কেন পরলেন?
এটা একটা কৌশল। যদি আমি গুলি খাই, আমার রক্ত ঝরে, আমার নাবিকরা যাতে ভয় পেয়ে হাল ছেড়ে না দেয়, এই জন্য।
তখনই আবার খবর এল, ক্যাপ্টেন, বিশটা পাইরেট শীপ! আমাদের দিকেই আসছে!
ক্যাপ্টেন এবার আগের চেয়েও দ্রুত চিৎকার দিলেন, আমার হলুদ প্যান্ট নিয়ে এসো, কুইক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।