আমাদের কথা খুঁজে নিন

   

কাপ্তান বাশারের ঘোষণা এবং অতঃপর....

বন্ধ জানালা, খোলা কপাট !

সংবাদ সম্মেলনে বাশুদা (মানে আমগো কাপ্তানজির কতা কইতাছি)কইছিলেন,'বিশ্বকাপের শেষ ম্যাচকে আমরা স্মরণীয় করে রাখতে চাই !' তা,তিনি স্মরণীয় কইরাই রাখছেন।বেকুব পাবলিক ভাবছিল,হয়তো বাশুদা জয়ের ইঙ্গিত করছেন।পাবলিক বুঝেনা যে,জয়ের চায়তে পরাজয়টাই বেশী স্মরণীয় হইয়া থাকে!পাবলিক এইটাও বুঝে নাযে,বাশুদার মাথা কুনো সাধারণ জিনিস না,'অতি প্রাকৃত' জিনিস।সেই জিনিস থেকে যা বাহির হইবো,তা এইভাবেই পাবলিকের দিলে আগুন ধরাইয়া স্মরণীয় হইয়্যা থকব। বাশুদা ঘোষীত স্মরণীয় ম্যাচ দেখতে গিয়ে টানটান উততেজনায় একসময় আমরা বন্ধুরা, বুকের মাঝে যে দিল থাকে,সেই দিলের ধুকপুকানীতে টিভি বন্ধ করে দিতে বাধ্য হই!'অ্যাটাক- মেটাক হয়ে গেলেতো বাশুদার ক্যাপ্টেন্সিতে ভবিষ্যতে এইরকম কুনো ম্যাচ দেখা থেইকা বঞ্চিত হইমু'-এই আশঙ্কায় ! আমারতো মনে লয়,২০১১-এর বিশ্বকাপ পর্যন্ত বাশু সাহেবরে কাপ্তান হিসাবে ধইরা রাখন দরকার-'দলকে এইভাবে অতুলনীয় বাঁশ দেবার জন্য !' কিছু ব্লগার বন্ধু অবশ্য তেনারে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দেখতে চেয়েছেন,নিদেনপক্ষে এই পদটা কিন্তু তার প্রাপ‌্য ! সহমত ধারণ কারীরা আওয়াজ দিয়েন ওওওওওওও......!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।