অন্যায়কে বিদূরিত করে সত্য প্রতিষ্ঠা করতে চাই
আমি নগরের এক অখ্যাত ডাস্টবিন বলছি-
উচ্ছিষ্ট আবর্জনা বুকে ধারণ করি বলে,
মানুষ্যজাতি আদর করে আমার নাম দিয়েছে ডাস্টবিন!
ওয়েস্টপেপার বাস্ক কিংবা কম্পূটার রিসাইকলবিন-
ওরা সবাই আমার পরিবরতিত সংস্করণ!
ইদানিং সবার কাছে আমার কদর খুব বেড়ে গেছে
তাই উচ্ছিষ্টগুলো আমার বুকে থাকার পরিবর্তে
রাস্তা ও পার্কে পড়ে থাকে যত্রতত্র।
এ নিয়ে রাস্তা ও পার্কগুলোর ক্ষোভ আর আভিযোগের শেষ নেই।
তারা আমাকে তাদের কষ্টের কথা জানায় অস্পষ্ট স্বরে।
মানুষের পাশবিকতা ও নিষ্ঠুরতার নীরব স্বাক্ষী এই আমি
আমাকেই চেয়ে দেখতে হয়
ক্ষুধার্ত মানুষ ও কুকুরের সহাবস্থান
কারণ ওরা দুজনই আমার কাছে এসে
অন্ন খুঁজে বেড়ায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।