ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ব্রুস লী (১৯৪০-১৯৭৩) একজন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক এবং অভিনেতা। তার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে। মার্শাল আর্ট জগতে তার অবদান অনস্বীকার্য। তিনি একজন উঁচু মাপের মার্শাল আর্ট কুশলী ছিলেন। তার আবিস্কৃত জিত কুন দো স্টাইল সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার দক্ষতার যথার্থ প্রমান রেখেছেন। সবচাইতে মজার ব্যাপার হলো এই যে, মাত্র পাঁচটি মার্শাল আর্ট মুভি করেই তিনি সারা পৃথিবীর সর্বকালের সেরা মার্শাল আর্ট শিল্পী হিসেবে নিজের দক্ষতাকে সকলের সামনে তুলে ধরেছেন। ১৯৭৩ সালের জুলাই মাসের ২০ তারিখে পেইন কিলার নামক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই মহান শিল্পীর অপ্রত্যাশিত মৃত্যু হয়।
১৯৭৩ সালে এই কিংবদন্তীর দেহগত মৃত্যু হয় ঠিকই, কিন্তু এখনও তিনি বেঁচে আছেন কোটি মার্শাল আর্ট প্রেমীদের আদর্শ হয়ে তাদের মনের গহীনে এবং থাকবেন চিরকাল।
মহান এই কিংবদন্তীকে নিয়ে ভবিষ্যতে আরও বড় আকারে লেখার অভিপ্রায় রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।