আমাদের কথা খুঁজে নিন

   

চিলি জিতছে, আসেন এই উপলক্ষে একখান নেরুদার কবিতা পড়ি

আমরা সবাই নাৎসি, বাংলা হবে জার্মানী... ;)

(উৎসর্গঃ জার্মানী, ইটালী, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডের সাপোর্টারদের) Tonight I can write the saddest lines Tonight I can write the saddest lines. Write, for example,'The night is shattered and the blue stars shiver in the distance.' The night wind revolves in the sky and sings. Tonight I can write the saddest lines. I loved her, and sometimes she loved me too. Through nights like this one I held her in my arms I kissed her again and again under the endless sky. She loved me sometimes, and I loved her too. How could one not have loved her great still eyes. Tonight I can write the saddest lines. To think that I do not have her. To feel that I have lost her. To hear the immense night, still more immense without her. And the verse falls to the soul like dew to the pasture. What does it matter that my love could not keep her. The night is shattered and she is not with me. This is all. In the distance someone is singing. In the distance. My soul is not satisfied that it has lost her. My sight searches for her as though to go to her. My heart looks for her, and she is not with me. The same night whitening the same trees. We, of that time, are no longer the same. I no longer love her, that's certain, but how I loved her. My voice tried to find the wind to touch her hearing. Another's. She will be another's. Like my kisses before. Her voide. Her bright body. Her inifinite eyes. I no longer love her, that's certain, but maybe I love her. Love is so short, forgetting is so long. Because through nights like this one I held her in my arms my sould is not satisfied that it has lost her. Though this be the last pain that she makes me suffer and these the last verses that I write for her. Puedo Escribir Puedo escribir los versos más tristes esta noche. Escribir, por ejemplo: 'La noche está estrellada, y tiritan, azules, los astros, a lo lejos.' El viento de la noche gira en el cielo y canta. Puedo escribir los versos más tristes esta noche. Yo la quise, y a veces ella también me quiso. En las noches como ésta la tuve entre mis brazos. La besé tantas veces bajo el cielo infinito. Ella me quiso, a veces yo también la quería. Cómo no haber amado sus grandes ojos fijos. Puedo escribir los versos más tristes esta noche. Pensar que no la tengo. Sentir que la he perdido. Oir la noche inmensa, más inmnesa sin ella. Y el verso cae al alma como al pasto el rocío. Qué importa que mi amor no pudiera guadarla. La noche está estrellada y ella no está conmigo. Eso es todo. A lo lejos alguien canta. A lo lejos. Mi alma no se contenta con haberla perdido. Como para acercarla mi mirada la busca. Mi corazón la busca, y ella no está conmigo. La misma noche que hace blanquear los mismos árboles. Nosotros, los de entonces, ya no somos los mismos. Ya no la quiero, es cierto, pero cuánto la quise. Mi voz buscaba el viento para tocar su oído. De otro. Será de otro. Como antes de mis besos. Su voz, su cuerpo claro. Sus ojos infinitos. Ya no la quiero, es cierto, pero tal vez la quiero. Es tan corto el amor, y es tan largo el olvido. Porque en noches como ésta la tuve entre mis brazos, mi alma no se contenta con haberla perdido. Aunque éste sea el último dolor que ella me causa, y éstos sean los últimos versos que yo le escribo. বাংলা অনুবাদ:জি.এম.তানিম (এই ব্লগ থেকে অনুবাদ কপি পেস্ট করেছি, কব্য প্রেমীরা লিংটা মাঝে মাঝে খোচাইতে পারেন) আমি আজ রাতে সবচে’ দুখের কবিতা লিখতে পারি। লিখতেই পারি (যেন মনে করো): “হাজার তারার মেলা, রাতের আকাশে, নীলচে তারারা মিটিমিটি জ্বলে দূরে। ” রাতজাগা হাওয়া হারায় আকাশে ঘুমমাখা গান গেয়ে । আমি আজ রাতে সবচে’ দুখের কবিতা লিখতে পারি। ভালোবেসেছিল এই মন তাকে, মাঝে মাঝে সেও মোরে।

এমন অনেক আনমনা রাতে তাকে দুই হাতে ধরে ভরিয়ে দিয়েছি চুম্বনে এই অসীম আকাশ নীচে। সে আমাকে যত ভালোবেসেছিল, আমিও বেসেছি তাকে। তার টানা ঘন দীঘি চোখ দেখে কে না ভালোবেসে থাকে? সে আর আমার নেই, আমি তাকে হারিয়েছি – এটা ভেবে আমি আজ রাতে সবচে’ দুখের কবিতা লিখতে পারি বিশাল শুন্য এই রাত তাকে ছাড়া বয়ে চলে ধীরে। আর কবিতারা ঘাসের শিশিরে এই রাতে ঝরে পড়ে। ভালোবাসা তাকে রাখতে পারেনি এতে আসে যায় কিছু? রাতের আকাশ তারায় ভরেছে, নেই সে আমার কাছে।

এই তো সবটা। গান ভেসে আসে, গান গায় কেউ দূরে আমার স্বত্ত্বা নিজেকে হারায় তাকে ছাড়া, তাকে ছাড়া। তার কাছে যেতে আমার দৃষ্টি খুঁজে খুঁজে ফিরে তাকে আমার হৃদয় খুঁজে ফিরে তাকে, যে নেই আমার সাথে। সেই রাত, সেই রাতসাদা গাছ মনে পড়ে যায় যেই, সেই মোরা, যারা আমরা ছিলাম, আর যে আমরা নেই। আমি তাকে আর ভালো তো বাসি না, কিন্তু বেসেছি এত আমার কন্ঠ বাতাসের বুক চেপে তার কানে যেত।

অন্য কারুর হবে সে- যে ছিল আমার ঠোঁটের সখা, কন্ঠের সুর, দুধরাঙা দেহ, অতল চোখের দেখা। আমি তাকে ভালোবাসি না, সত্য, কিন্তু হয়তো বাসি। ভালোবাসা খুব কম সময়ের, ভুলে যাওয়া খুব বেশি। আমার স্বত্ত্বা হারিয়েছে তাকে, নিজেই হারিয়ে গেছে, কারণ এমন অনেক রাতেই সে ছিল হৃদয়পাশে। যদিও এটাই ছিল তার দেওয়া বেদনা আমাকে শেষে, এটাই আমার শেষের কবিতা জেনো তার উদ্দেশে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.