যখন চোখের পাঁপড়ি তোমার কাঁপে
বুকের ভেতর কেমন ওঠে দুলে,
আমার বুকে কাঁপন তোলার চাবী
আল্লা দিলেন তোমার কাছে তুলে ।
আমি চরম অগোছালো তাই
অবহেলায় হারিয়ে ফেলি যদি,
দিলেন রেখে তোমার চোখের মাঝে
যেথায় সেটা ভীষণ নিরাপদ-ই ।।
জানেন তিনি আমরা করে যাব
সারাজীবন পাশাপাশি যাপন,
তোমার দু’চোখ পারবে আমায় দিতে
যখন খুশী অনেক সুখের কাঁপন;
তাইতো চাবী রইল তোমার চোখে
দেননিকো আর অন্য কারো কাছে,
কি জানি ফের পাই যদিনা খোঁজ
জীবন দুখে কাটে আমার পাছে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।