আমি বিধাতার ই রঙ্গে আকা এক অস্পস্ট ছবি.......আমি তার ই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি......
গত ১৯ তারিখ বু্য়েটে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে অনেক লেখালেখি হয়েছে । এই ব্লগে শিট সুজির কমেন্ট(৩৯ ও ৪২) পড়লে এ সম্পর্কে জানতে পারবেন। আামি আশা করব নিচের অংশ পড়ার আগে আপনারা কমেন্ট দুটি পড়বেন।
এখন দেখা যাক এই বিষয়টি আমাদের শীর্ষ সংবাদ মাধ্যম গুলো কিভাবে আমাদের কাছে প্রকাশ করছে।
প্রথম আলে , কালের কন্ঠ এই দুটি লিংক এ গেলে দেখা যাবে এরা মারামারির কারণ টাকে পুরো ঘুরিযে দিয়েছে।
মানবজমিন তো আরও এক ধাপ এগিয়ে। তারা পুরো মনগড়া এবং সম্পুর্ণ মিথ্যা কথা কিসের ভিত্তেতে লিখল বুঝলাম না।
অন্যান্য সংবাদ মধ্যম এর ও একই অবস্হা। এটা ত গেল শুধুমাত্র একটি সংবাদ।
এমন করে প্রতিদিন আমাদের সংবাদ মাধ্যম গুলো ভুল সংবাদ দিয়ে সবাইকে বিভ্রান্ত করছে তার কি হবে? কবে আমরা সম্পূর্ণ সত্য সংবাদ পাব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।