আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের টিভি চ্যানেল সংবাদ না সরকারি দলের সংবাদ



একটি গবেষণার কাজে ৪ টি টিভি চ্যানেলের সংবাদ কয়েকদিন ধরে দেখতে হচ্ছে। নানা অভিগ্গতাও হচ্ছে। আর এ নিয়েই আজকের ব্লগটি। গবেষণা শেষ হলে আরো বিস্তৃত পরিসরে লেখার ইচ্ছা রাখি। এবার মূল লেখায় আসা যাক- ১.এটিএন বাংলা-এটিএন বাংলা দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল।

এদের সংবাদ ভারসাম্যপূর্ণ না। সরকারি দলের গুণকীর্তন বেশি থাকে তবে তা অনেক সূক্ষভাবে। ১৫ জানুয়ারির প্রাইম টাইমে সংবাদের ১৫৩০ সেকেন্ড চ্যানেলটি সরকারি দলের খবর দিয়েছে। আর বিরোধী দলের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩২৪ সেকেন্ড। মহাজোট সরকারের ২ বছর নিয়ে চ্যানেলটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে।

এ প্রতিবেদনের শব্দচয়ন খুব কৌশলীভাবে করা হচ্ছে। যেমন-১২ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রথম দিকে সরকারের বিভিন্ন উড়াল সেতু বা ফ্লাইওভারের ব্যাপক সমালোচনা করা হলেও শেষ প্রতিবেদক এসএম বাবু বললেন-এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্বপ্নের রাজধানী হবে ঢাকা। অর্থাৎ এমন ভাবে প্রতিবেদন এটিএন বাংলা করছে যাতে সাপও না মরে আবার লাঠিও না ভাঙ্গে। পরবর্তী আলোচনায় এনটিভি,বিটিভি ও চ্যানেল আই নিয়ে লেখার আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.