তুমি আসবে বলে !
রমনী্র সহিত পুরুষের বন্দুত্তপুর্ণ সম্পরকো হইতে পারে না, তাহা বুঝিতে এই কলমচি পার্থপ্রতিম কাঞ্জিলালের বহু সময় লাগিয়া গেল। কারন নশ্বর জিবনে সে কখনও ফুটবল খেলে নাই। ধাবন্ত বল লাগিয়া ছিল বিষম দেশে,পুরুষ সঙ্গিরা সেই বেদনা বুঝিয়া ছিল, নারিসঙ্গিরা বোঝে নাই, বুঝিবার কথাও নহে।....... অতএব বিধি এইযে, পুরুষের সহিত তমার নিষ্মেম বন্ধুত্ত ও নারির সহিত তো্মার শত্ত্রুতাপুর্ণ প্রেম হইবে।
লেখক___ আনিছুল হক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।