তিনি একজন বাংলাদেশী জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি ২০০৫ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজ আপ ওয়ান সঙ্গীত প্রতিভা প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন। তাঁর বাবা বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন নবী এবং বোন ফাহমিদা নবী।
আনুষ্ঠানিক ভাবে ধ্রুপদী সংগীত শিখতে শুরু করেন আরো পরে বরং তার আগেই ১৯৮১ সালেই তিনি চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন।
খুব কম বয়সে এই সুযোগ পাওয়ার কারণ কি শিল্পী মাহমুদুন্নবীর কন্যা হওয়া কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন তা মোটেও না বরং তিনি যখন গাইতে শুরু করেন তখন কেউ জানত না যে তার বাবা মাহমুদুন্নবী ।
যখন সবাই জানতে আরম্ভ করল তখন তিনি সামিনা নবী থেকে সামিনা চৌধুরী হয়ে গেছেন।
এক ধরণের অভিমান থেকে তার এই নাম পরিবর্তন বলে তিনি জানান।
সামিনার গাওয়া গানগুলোর মধ্যে বেশ কিছু গান জনপ্রিয় হবার পেছনে যেমন তার গান বাছাই করে গাওয়ার চেষ্টা আছে তেমনি আছে তার ভাগ্য।
একসময়ে একটি মাত্র টেলিভিশন চ্যানেল অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন থাকার ফলে সেসময়ে খুব দ্রুত মানুষের কাছে গান পৌছে যেত ।
বর্তমানে তিনি ক্লোজ আপ ওয়ান এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।