আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমায় ভালবাসো .....( শিল্পী - সামিনা চৌধুরী )

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো তুমি আমার কাছে আছ তাইতো এ রাত আলোয় আলো বন্দী ওগো তোমার প্রেমে জীবন আমার ধন্য হল .... তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল । জলতরঙ্গ নুপূর বাজায় তুমি পাশে আছ বলে লক্ষ তারা বাসর সাজায় তুমি ভালবাস বলে রূপসাগরে ডুব দিয়ে মন পরশমনি খুঁজে পেল বন্ধু ওগো তোমার প্রেমে জীবন আমার ধন্য হল .... তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল । ঝিলমিল ঝিলমিল চাঁদের ছায়া নদীর জলে দুলে ওঠে ফুলের গন্ধে মাতাল হয়ে দখিন হাওয়া এল ছুটে মায়াবী রাত চোখে আমার মায়ার কাজল পরিয়ে দিল স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো । তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো তুমি আমার কাছে আছ তাইতো এরাত আলোয় আলো বন্দী ওগো তোমার প্রেমে জীবন আমার ধন্য হল তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল গানের লিঙ্ক : Click This Link গানের লিঙ্কের জন্য কৃতজ্ঞতা : সুনীল সমুদ্র প্রথম এ গান গেয়েছিল মাহমুদুন্নবী এবং সাবিনা ইয়াসমিন ; সে গানের লিঙ্ক : Click This Link)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।