আগামীর স্বপ্নে বিভোর...
গতকাল বিকেল ৩টা পর্যন্তও আমি ফেসবুক ব্রাউজ করছিলাম। বন্ধুদের দেয়া মেইলের উত্তর দিচ্ছি, ওয়াল পোষ্টে কমেন্ট করছি। এমন কি একটা নোট লিখেছিলাম সেটারও কমেন্টের রিপ্লাই করছি। এমনি ভাবে এক পেজ থেকে অন্য পেজে ঘুরছিলাম। হঠাৎ আমার হোম পেজ এ ক্লিক করতেই দেখি ব্ল্যাঙ্ক পেজ এলো আমি যতবারই আমার হোম পেজে ক্লিক করছি ততবারই পেজ ব্ল্যাঙ্ক হয়ে আসছে। তারপর আমি লগ আউট হয়ে লগ ইন করতেই দেখি লেখা ভাসছে আমার এ্যাকাউন্টটা ডিসেবল্ড হয়ে আছে। অনেক চেষ্টা করেও আমি উদ্ধার করতে পারিনি আমার এ্যাকাউন্টটি। দেশ বিদেশে ছড়িয়ে থাকা অনেক বন্ধুদের হয়ত হারিয়ে ফেলেছি আমি তেমনি ভাবে আমার অনেক নোট, (ছড়া, কবিতা, গল্প, আত্ম-কথন) ছবি, ভিডিও হারিয়ে ফেলেছি। আমি খুবই মর্মাহত। কোন টেকি ভাইয়েরা কি আছেন, একটু পরামর্শ দেন কিভাবে আমার ডিসাবল্ড হয়ে যাওয়া আই,ডি ফেরত পাবো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।