ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ধস ধস পাহাড় ভাঙার শব্দে কাল সারারাত ঘুমোতে পারিনি একটুও। মাঝরাতের পর হতে শুরু হলো প্রবল বৃষ্টিপাত। ভেতরের নদীতে প্রবল ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি ভিনদেশী জাহাজের অকাল ভরাডুবি। একটা প্রকান্ড গাছ বড় রাস্তার মোর হতে উধাও হয়ে গেল এক রাতের ব্যবধানে। পাহাড়াদারকে জিজ্ঞাসাবাদ করা হলো অনেক কিন্তু কোন উত্তর মিলল না।
মনের সংবাদপত্রেও কোন ছবি ছাপা হলো না গাছটির। স্বপ্নের সাংবাদিকও গেছে দুই সপ্তাহের ছুটিতে। তাই নেই কোন খবর... কি হলো, কোথায় গেলো গাছটি ?? অবশেষে অনেক খোঁজাখুজির পর সন্ধান মিলল গাছটির ফেলে যাওয়া কয়েকটি মরা শেকড়ের। চেতনার অন্দরমহলের নিজস্ব ল্যাবরেটরিতে তা নিয়ে চলল অনেক গবেষণা। বোধের দেয়ালে দেয়ালে লাগানো হলো শেকড়ের ছবিযুক্ত শোকাবহ পোষ্টার।
অবশেষে অন্তরাত্মার শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের অনেক গবেষণায় স্পষ্ট হলো আসল ঘটনার রূপরেখা। ভেতরের বিশ্বে আবারও তোলপার শুরু হয়ে গেল হঠাৎ। বেদনার একটা প্রচন্ড ঝড় আচমকা সব কিছু লন্ডভন্ড করে দিয়ে গেল। চোখের বৃষ্টিতে পুরো ঘর স্তব্ধ। সারা পৃথিবী অন্ধকার হয়ে এলো।
আমি একাকি দাঁড়িয়ে রইলাম আমারি স্মৃতির শান বাঁধা খেয়া ঘাটে। হ্যাঁ, এই সেই খেয়া ঘাট যেখান হতে তুমি আমায় দিয়েছিলে চির বিদায়ের ফুল। নবনিতা, কি করে পারলে তুমি ? আমাকে এভাবে ফেলে যেতে এতটুকু কষ্ট হয়নি বুঝি তোমার। জানি, আমার এই কষ্টের চাইতেও বড় কষ্ট তোমার বুকেতে ছিল.... আমাকে ছেড়ে যাবার কষ্ট। তোমার সেই কষ্ট মাখা মুখটি ভাবলে কিছুতেই থামাতে পারি না নিজেকে।
গলা ঠেলে ঢুকরে বেরিয়ে আসে কান্নার চিৎকার। আমি আকাশ বাতাস ছাঁপিয়ে চিৎকার করে কাঁদতে থাকি একাকি আঁধারের নিরালায়.........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।