আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় মাঝে অভয় বাজে.... পাট জিনোমের স্বপ্নযাত্রা



আক্ষরিক অর্থেই স্বপ্নবাজ মানুষেরা আছেন সত্যিকার অর্থেই তাঁরা স্বপ্ন দেখেন আন্তরিক অর্থেই চেষ্টা করেন তাকে বাস্তবে রূপ দিতে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ঘুষবাজ প্রশাসন, অর্থবাজ ব্যবসায়ী আর রংবাজ শিক্ষক ছাড়াও এদেশে যে কিছু স্বপ্নবাজ মানুষ থাকা উচিত তা এতদিন মনে মনেই ভাবতাম। আজ জানলাম তারা আছেন- সত্যিকার অর্থেই তাঁরা আছেন- আমাদের কাছেই কিংবা দূরে কোথাও, প্রকাশ্যে কিংবা অন্তরালে তাঁরা আছেন যারা সত্যিকার অর্থেই স্বপ্ন দেখেন আর আন্তরিক অর্থেই চেষ্টা করেন তাকে বাস্তবে রূপ দিতে। কি নিয়ে তাঁরা স্বপ্ন দেখেন না !! তাঁরা হিমালয়ে উঠতে চান, সাগরে নামতে চান, দেশটাকে পাল্টে দিতে চান, দেশের মানুষগুলোকে বদলে দিতে চান। সেই স্বপ্নবাজ মানুষগুলো এবার স্বপ্ন দেখলেন পাটকে নিয়ে। তাদের স্বপ্ন্‌ এখন স্বপ্ন দেখাবে গোটা বাংলাদেশকে। আসুন চিনে নিই সেই অদম্য স্বপ্নবাজ মানুষগুলোকে..... তাদের কাছে পৌছে দিতে হবে না আমাদের স্বপ্নগুলোকে ???? লেখাটি ক্রান্তিবীরের ব্লগ থেকে নেয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।