আমাদের কথা খুঁজে নিন

   

আমিই ল্যাংড়া রাজা তৈমুর সঙ !!!

"আসমানে যেমন একজনের রাজত্ব চলে । পৃথিবীতেও তেমনি চলবে একজনের রাজত্ব । সে আমি । " এই শ্লোগান নিয়ে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন খঞ্জরাজা তৈমুরলঙ । একপায়ের তেলেসমাতিতে তাজ্জব বনে গিয়েছিল তৎকালিন বিশ্ব ।

তাজ্জব বনে গিয়েছিল এশিয়া, ইউরোপ আর আফ্রিকা জুড়ে প্রতিষ্ঠিত একমাত্র মুসলিম সাম্রাজ্য ওসমানিয়া সালতানাতের কর্ণধার বায়েজিদ। শেষ জীবনে এসে তৈমুরের হাতে তাকে বরণ করতে হয়েছিল চরম লাঞ্ছনা। ইতিহাসের পাতা ফুঁড়ে এই অবেলায় যদি হঠাৎ আবির্ভাব ঘটে তৈমুরের ? কি করবেন তিনি ? সারা পৃথিবীতে নিজের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চাইবেন ? নাকি একটি রাষ্ট্রের কর্ণধার হয়ে ঘোষনা করবেন "আসমানে যেমন একটাই সূর্য, দেশে তেমনি একটিই কন্ঠস্বর, সে স্বর আমার । আমিই সুকন্ঠি তৈমুর সঙ । আমার স্বর ছাড়া আগামী দিন গুলোয় আর কারো স্বর শোনা গেলে তাকে ইতিহাসে ফেরৎ পাঠানো হবে ।

আমার বিরোধিতাকারী প্রত্যেকেই দেশ ও জনগণের শত্রু বলে বিবেচিত হবে । আমার নির্দেশ ছাড়া যদি আসমানের সূর্য জমিনে আলো দেয় তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হবে । তার পূজারীদের কপালে লোহার তপ্ত শিক দিয়ে ছ্যাকা দেয়া হবে । " ইতিহাস হিটলার-মুসোলিনি টাইপের খলনায়কেরা তৈরী করে নাকি এই সব খলনায়ক ইতিহাসের সৃষ্টি তা নিয়ে বিতর্ক থাকতে পারে । অন্যকে যারা সহ্য করতে পারেনা তারা আর যাই হোক ভুল করে যে প্রাগৈতিহাসিক কাল থেকে উঠৈ এসেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।

সময়ের চেয়ে বড় চিকিৎসক কি আর আছে ? সময়ই বার বার বলে দেয় ইতিহাসের অপরনায়ক-নায়ক-খলনায়ক কিভাবে নির্ধারিত হয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।