ক্ষুদ্র যার আকৃতি কিন্তু বিষ যার বিষাক্ত।
বিবর্ণ-আকাশ ইট-পাথর অলিগলি
কাদামাখা ভাঙচূড় অনিশ্চিতে হেটেছি
আধার নিয়ে খেলেছি কানামাছি ভোঁ ভোঁ
এদিক থেকে ওদিকে শুধু সিগারেটের আলো
প্রাণহীন জীবন্ত ঝড়ো হাওয়ায় ঘুড়ে
নীড় ছেড়ে নীড়ে এনীড় থেকে ওনীড়ে
স্বপ্ন সাজিয়ে স্বপ্ন ভেঙ্গেছি
সাজিয়ে সাজিয়ে ক্লান্ত হয়েছি
প্রতারক-প্রতারণায় ক্লান্ত আবার
ক্ষত-বিক্ষত সুস্থতা পেয়ে ভাঙ্গি বারবার
ক্ষত হৃদয় বিক্ষত মন তবু
অক্ষত চোখ অক্ষত মস্তিস্ক
আজও বলব মানুষ আমি
স্বপ্ন দেখা আমার অধিকার
ভাংতে শিখেছি গড়বো বলে
সাহস আছে মাথা তুলবার
আমি উদ্দম আমি মানুষ আমি সেই আলো
রং মাখবো আলোর রং
বাসবো আমিই ভালো।
-----------------------------------------------
আমার লেখাগুলো তুহিন তোমার জন্য....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।