পৃথিবীতে বিভ্ন্নি রকমের মানুষের বাস। এক এক জন মানুষের চিন্তা এক এক রকম। বিভিন্ন মানুষের মাঝে মানুষ ঘুরে ফিরে তার নিজের বৈশিষ্ট্যকে আলাদা করে দেখার জন্য। প্রত্যেক মানুষই আলাদা। তাই আমিই আমি অর্থাৎ আমার মত পৃথিবীতে আর কেউ নেই।
অন্যের থেকে পার্থক্য থাকা মানে এই না যে আমি অন্য কেউ আবার অন্যের সাথে মিল থাকার মানেও এই না যে আমি আর সে এক। আমিই আমি। পৃথিবীর সবাই এক একটা আমিই আমি।
কথাগুলো কঠিন হয়ে গেল মনে হচ্ছে কিন্তু কি করব! আমিই যে আমি আর পৃথিবীর সবাই তাই আমিই আমি। নাহ! আরো কঠিন হয়ে যাচ্ছে।
আমিই আমি'র ব্লগে পৃথিবীর আর সকল 'আমিই আমিকে' স্বাগতম।
আশা করি ব্লগিং জগতে আরো কতগুলো আমিই আমি'র সাথে পরিচয়টা আনন্দদায়ক হয়ে উঠবে।
সকল আমিই আমিকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। দেখা হবে আমিই আমি'র জগতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।