সেদিন চৈত্রমাস
তোমার চোখেতে দেখি আমার সর্বনাশ
সেদিন...
সেদিন আমার স্যার হঠাৎ আমাকে ফোন দিলেন, রাতে। স্যাররা সাধারণত স্টুডেন্টদের ফোন দেন না,তাতে তার পারসোনালিটির দৌর্বল্য উপলব্ধি করেন। তো স্যারের ফোন আমি আরও দুয়েকবার পেয়েছি। চমকে গেছি এবারের মতোই। একটা ম্যাসেজও পেয়েছি আর আগলে রখেছি যক্ষের ধনের মতো আজও।
সেদিন স্যার ফোন করে বলেলেন একটা বিশেষ প্রয়োজেন তোমার স্মরণাপন্ন হলাম। আমিতো কৃতজ্ঞতায় কাচমাচু। এদিকে ভাবছি প্রয়োজনটা পূরণ করতে পারবোতো?
আর সেই প্রয়োজনটাই হলো
এই কবিতার আধো আধো লাইনটা।
স্যার আমার ব্লগচর্চার খবর জানেন। বই খুঁজে বের করার চে জানলেঅলাদের কাছ থেকে জেনে নেওয়া অনেক সহজ।
এমনিতেই আমার একটু বদভ্যেস হলো অলসতা করা। যত সহজ পথ খুঁজে পাই ততই যেন আনন্দ। যেমন একবার এক আপু (মাস্টার্সের) আমাকে বললেন কিছু শিট টাইপকরে দিতে। আমিতো পরিমাণ দেখে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু না করি কী করে? আমি বাংলা টাইপ যাও পারি ইংলিশ টাইপ করতে গেলে মাথা গরম! অশ্রদ্ধা বোধহয়।
কিন্তু না করি কী করে? যে আপু প্রায়ই তার রুমে ডেকে আমাকে এটা সেটা খাওয়ান.. এককাপ দুধ, বাড়ি থেকে আনা পিঠা, আচার, পেয়ারা...আগে যদি জানতাম ওসব ছুঁয়েও দেখতাম না!
যাক অনেক খেটেখুটে বুদ্ধি বের করলাম। বুদ্ধিটা অবশ্য কবির নামের এক শিল্পীর দেয়া। (কবির ভাই যদিও আপনি ক্লোজ আপ ওয়ানে চান্স পাননি একবারও, কোনও ক্যাসেটও বের করতে পারেননি, তবু, তবু আপনি আমার কাছে সত্যিই একজন উঁচুমানের শিল্পী)। ফোনে তাকে বললাম; গান শোনার সময় নাই, আপু একটা কাজ দিছে, করতে হবে! কী কাজ? এই কাজ
কোনও ব্যাপর না,
তাইলে আপনি করে দেন!
কয়পেজ?
চল্লিশের মতো।
নারে, আমার পক্ষেও সম্ভব না।
তবে এক কাজ করতে পারিস! স্ক্যানার দিয়ে ওয়ার্ড ফরম্যাটে স্ক্যান করে ফেল!
স্ক্যানার কই পামু?
আমাদের হলের ৩১৩তে আছে একটা ছেলের।
ম্যানেজকরা সহজ ছিল না, তবু আমি সেটাই করেছিলাম একটা সহজ উপায়ের জন্য!
তো একই কারণে কবিতার লাইনদুটো ব্লগে দিলাম। আর ওভাবে দেওয়ার বুদ্ধিটা চ্যানেল... এর শিমুল ভাইর। বলে নিজের নামে চালিয়ে দেও দেখবা কবি নিজেই প্রতিবাদ করবে!
কবি বঁেচে থাকলে হয়ত তাই করতো। কিন্তু বেঁচে আছে তার ভক্তরা।
তারই জানিয়ে দিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞ হনলুলুর কাছে। আরও ভালো হতো কবিতার নামটা অন্তত কাব্যের নামটা পেলে.... প্লিজ!
কারণ স্যারকে ফোনে সুসংবাদটা দেওয়ামাত্র স্যার বললেন আরে আমিতো জানি কবি কে? কিন্তু কোন কবিতার সেটা বলতে হবে। আমিতো শেষ!
এতো আগ্রহ আর আকর্ষণ নিয়ে নাজানি কী বড় একটা কাজ করে ফেলেছি ভেবে জানাতে গেলাম, আর স্যার বললেন তিনি জানেন! কবিতার নাম জানতে চান? প্লিজ! কালকের মধ্যেই যদি স্যারকে জানাতে পারতাম! আপনাদের সাহায্যে! স্যার হয়ত অধৈর্য হয়ে অন্যকাউকে দায়িত্বটাদিয়ে দেবেন! তখন?
ডোন্ট মাইন্ড! কবি রবীন্দ্রনাথ ঠাকুরই কবি, আমি নই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।