আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশীদের জন্যে শ্রমবাজার খুলে দিয়েছে মালয়েশিয়া



বাংলাদেশীদের জন্যে শ্রমবাজার খুলে দিয়েছে মালয়েশিয়া নতুনদেশ ডটকম প্রায় দেড় বছর বন্ধ রাখার পর বাংলাদেশী শ্রমিকদের জন্যে শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। গত সপ্তাহে মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শ্রমবাজারে গত দেড় বছর বাংলাদেশী শ্রমিকদের প্রবেশাধিকার বন্ধ ছিলো। সরকারের বিভিন্ন পর্যায়ে দেনদরবার, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তদবিরের পর মালয়েশিয়া সরকার বাংলাদেশী শ্রমিকদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন। মালয়েশিয়া সরকার বাংলাদেশী শ্রমিক নিয়োগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায়ও পরিবর্তন এনেছে।

নতুন নিয়মে কোম্পানি টু কোম্পানি মডেলের আওতায় মালয়েশিয়ান নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেবে। এর আগে নিয়োগকারী কোম্পানিগুলো মালয়েশিয়ার স্থানীয় বিভিন্ন এজেন্সীকে কার্যাদেশ দিতো, তারা বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে লোক নিয়োগ দিতো। এই প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যাবার পর শ্রমিকরা ঘন ঘন মালিক পরিবর্তন করার সুযোগ পেতো। এতে কোম্পানিগুলো শ্রমিক সংকটে পড়তো। এদিকে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

অবৈধভাবে বসবাসরতদের ভিসার মেয়াদ বাড়ানো কিংবা নিজদেশে ফিরে যাবার সুযোগ করে দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নিয়োগকারী কোম্পানি যথাযথ দলিলপত্রসহ কোনো অবৈধ শ্রমিকের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে। আর জেলখানায় থাকা হাজার হাজার অবৈধ শ্রমিকদের যারা সরাসরি নিজদেশে ফিরে যেতে সম্মত হবেন তাদের দেশে ফিরে যেতে দেওয়া হবে। নেপাল এসোসিয়েশন অব ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সীস এর জেনারেল সেক্রেটারি কুমুদ খানাল নেপালী শ্রমিকদের ব্যাপারে দেনদরবার করতে মালয়েশিয়া সফর করে ফিরে এসে নেপালের প্রভাবশালী পত্রিকা রিপাবলিকাকে এই সব তথ্য জানান। বাংলাদেশি শ্রমিকদের জন্যে বাজার খুলে দেওয়ার সিদ্ধান্তে নেপালি শ্রমিকরা বেকায়দায় পড়বে বলে তারা মনে করছেন।

মালয়েশিয়ার শ্রমবাজারে নেপালিদের অংশিদারিত্ব অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের সারসংক্ষেপ নেপালের কেবিনেটে বিবেচনাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.