আমাদের কথা খুঁজে নিন

   

আলোর নীচে অন্ধকার!!



আলোর নীচে অন্ধকার!! আলোর নীচেই যেমন অন্ধকার থাকে,তেমনি সভ্যদেশ হিসেবে স্বীকৃত পম্চিমাদেশগুলোতেও ঘটে গা কেপেঁ উঠা না ঘটনা । তেমনি একটি ঘটনা নিয়ে নতুনদেশের একটি রিপোর্ট এখানে দিলাম। আমাদের ছেলেমেয়েরা কি এদের চেয়েও উচ্ছন্নে যাওয়া কিংবা বখাটে ??? ব্রিটিশ কলম্বিয়ায় স্কুল-ছাত্রদের সেক্স কম্পিটিশন ! নতুনদেশ ডটকম ব্রিটশি কলম্বিয়ার কয়েকটি হাই স্কুলের ১১ ও ১২ গ্রেডের শিক্ষার্থীরা ভয়ানক এক প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। গ্র্যাজুয়েশন হওয়ার আগে কে কতোজন ছাত্রীর সঙ্গে সেক্স করতে পারে! এই প্রতিযোগিতার টার্গেট করা হয়েছে স্কুলের ৮ম গ্রেডের ছাত্রীদের। ঘটনাটি পুলিশকেও চিন্তায় ফেলে দিয়েছে।

অন্তত দুটি স্কুল থেকে অভিভাবকদের চিঠি লিখে এ ব্যাপারে অবহিত করা হয়েছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুরির লর্ডস টুইডসমুয়ির সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়েছেন, জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সাইট ফেইসবুকে এই সংক্রান্ত পেইজ খুলে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। তাদের স্কুলের শিক্ষার্থীরা এই কাজটি করেছে নিশ্চিত হওয়ার পর তারা স্কুলের ১১ ও ১২ গ্রেডের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বিস্তারিত জানিয়ে চিঠি পাটিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একই ধরনের চিঠি পাঠানো হয়েছে ৮ গ্রেডের ছাত্রীদের অভিভাবকদের কাছেও। স্কুল কর্তৃপক্ষ পুলিশের শরণাপন্ন হলে আরসিএমপির কর্মকর্তারা স্কুলে এসে ১১ ও ১২ গ্রেডের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

তারা ছাত্রদের ১৮ বছরের আগে যৌনতায় জড়িয়ে পড়ার আইনি দিকগুলো সম্পর্কে ছাত্রদের সতর্ক করে দেন। স্কুল কর্তৃপক্ষ ৮ গ্রেডর ছাত্রীদের সচেতন করে তুলতে কাউন্সলরদের নিয়োজিত করেছেন যাতে এই সব মেয়েরা ওই ফাদেঁ পা না দেয়। একই ধরনের ঘটনা ঘটেছে ব্রিটিশ কলম্বিয়ার চিলিওয়াক স্কুলে। পুরো ঘটনাটি পুলিশ, অভিভাবকসহ সংশ্লিষ্ট বিভিন্নমহলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। দুটি স্কুলে ফেইসবুকের মাধ্যমে সেক্স কম্পিটিশনের ঘোষণা সম্পর্কে তারা জানতে পারলেও অন্যান্য স্কুলগুলোতেও এই ধরনের তৎপরতা থাকতে পারে বলে সন্দেহ করছে তারা।

এদিকে ব্রিটিশ কলম্বিয়া আরসিএমপি অভিভাবকদের সতর্ক করে দিয়ে বলেছে, স্কুল ছাত্রদের একটি গ্রুপ ফেইসবুকে তথাকতিথ “লিটল গার্ল পার্টি ‘ নামে একটি বিশেষ সংগঠন গড়ে তুলে স্কুলের নিচের ক্লাশের ছাত্রীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই গ্রুপটি ফেইসবুকের মাধ্যমে নিচের গ্রেডে ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের বিভিন্ন পার্টিতে আমন্ত্রণ জানায়। সেখানে কায়দা করে বেশি করে মাদক সেবন করিয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। পুলিশ সন্তানদের ব্যাপারে সতর্ক থাকতে অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেছে, স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা কার সঙ্গে কোথায় যাচ্ছে তা নজরদারিতে না রাখলে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। পুলিশ বলছে, এই ধরনের ঘটনার খবর অতি সম্প্রতি তাদের নজরে এসেছে এবং তারা বিষযটি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছেন।

পুলিশ স্বীকার করেছে এই তৎপরতা কেবল অভিভাবকদের জন্যেই নয় পুলিশের জন্যেও দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। http://notundesh.com/shirshokhobor_news6.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.