যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকাঁ, আমি ভালোবাসি মোর ধরনীরে মহা। :D
আজ আমার আম্মুর জন্মদিন। ওহ না আমার আম্মুর একার জন্মদিন নয়। আমার খালার ও আজ জন্মদিন। এইদিনটিতে তারা দুইজন মায়ের কোল আলো করে দুনিয়াতে এসেছিল।
জমজ হবার কারনে তারা দুইজন প্রায় একি রকম দেখতে। শুধুমাত্র একটি (.) এর দূর। একজন এর নাম রীনা আর এক জন এর নাম বীনা।
চেহারা এক রকম হবার কারনে বাচ্চারাতো প্রায় সময়ই ভুল করে ফেলে কে কোনটা চিনতে । মা হবার স্বর্তেও আমারও যে ভুল হয়নাই তা বলবোনা।
আমিও হঠাৎ করে দেখলে ভুল হয়েছে। আর আমি একটি যৌথ পরিবারে থাকার কারনে আমার আর সব ছোট ছোট চাচাতো, ফুফাতো ভাই-বোনরা অবাকই হয়ে যেতো কি ভাবে তারা তাদের চাচীকে দুইটা দেখতে পাচ্ছে। এনিয়েও বাসায় মজাই হত।
নিচে বসে থাকা ছোট্ট দুইজন
এইদিনে যে দুটি মানুষ একি সময়ে পৃথিবীর মুখ দেখেছে, একি সাথে বড় হয়েছে, সময়ের প্রয়োজনে এখন কত দূরে থাকে এই দুটি বোন। এটাই বাস্তব।
একি রকম দেখতে দুইজন
সবশেষে, আম্মুর জন্মদিনে দোয়া করবেন সবাই আম্মুর জন্য আর খালামনির জন্যও।
~~~ শুভ জন্মদিন ~~~
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।