আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে অর্ধেক ফুটবল বুঝে, বাকিরা আর্জেন্টিনা

সবকিছুই চুকিয়ে গেছে গালিব! বাকি আছে শুধু মৃত্যু!!

এই ব্লগে একজন মাত্র লোককে আমি ব্যক্তিগতভাবে চিনি। সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন চলমান ইস্যু এবং অবশ্যই ব্লগ নিয়ে তাঁর সাথে আমার প্রায় নিয়মিতই মতবিনিময় হয়। বলাবাহুল্য, মতবিনিময় বা আলাপটা কেবল দুরালাপনের মধ্যেই সীমাবদ্ধ। আজকাল অবশ্য প্রাসঙ্গিক কারণেই আমাদের আলোচনাটা তেমন ডানা মেলেনা। এর কারণ অবশ্যই বিশ্বকাপ ফুটবল।

আলোচনাটা ঘুরেফিরে ঐ ফুটবলের বৃত্তেই বন্দী থাকে। ভদ্রলোক জার্মানীর সমর্থক, আর আমি আপাদমস্তক ব্রাজিল। জার্মানী, অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারানোর দিনে তিনি স্বভাবতই উৎফুল্ল। ফলে সেদিন ঘুরেফিরে তিনি এ আলাপেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছিলেন। আমি জার্মানীকে পছন্দ করিনা।

ওরা শক্তি দিয়ে ফুটবল খেলে, অনেকটা মেশিনের মতো। তারপরেও দিনটা ছিল জার্মানীর এবং জার্মানীর সমর্থক আমার ব্লগার বন্ধুর। তাই অনিচ্ছ সত্ত্বেও তাঁর সাথে সুর মিলিয়ে বললাম, হ্যাঁ, ওরা খুব ভাল খেলছে......ইত্যাদি, ইত্যাদি। গতকালকে ছিল আমার দল ব্রাজিলের খেলা। অনেক উচ্ছাস আবেগ নিয়ে খেলা দেখতে বসেছিলাম।

কিন্তু পুরোপুরি হতাশ হলাম। যে শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিলকে সমর্থন করি তাঁর লেশমাত্র দেখলাম না। সত্যি বলতে খেলাটা ড্র হলেও আশ্চর্য্য হতাম না। ব্রাজিল চাপিয়ে খেললেও গোল করার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ব্রাজিল যে নিজেদের খেলায় নিজেরাই কতোটা হতাশ ছিল তা গোল করার পর গোলদাতা মাইকনের অভিব্যক্তি এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই হতাশ কোচ দুঙ্গার দ্রুত বেগে টানেলের দিকে হেঁটে যাওয়ার দৃশ্যের দিকে খেয়াল করলেই বুঝা যায়।

স্বভাবতই আজ সকালে আমাদের আলোচনায় আমি হতাশ, তিনি উচ্ছসিত। আমি আমার হতাশার কথা লুকালাম না। ভগ্ন আওয়াজেই বললাম, ব্রাজিলের এই দল দিয়ে বিশ্বকাপ জিতা যাবেনা। আমার হতাশা দেখে তিনি দ্বিগুন উৎসাহে বললেন, দেখবেন এবার জার্মানীই জিতবে। আমি খানিকক্ষণ নিঃশ্চুপ থেকে বললাম, আর্জেন্টিনারও সম্ভাবনা আছে।

তিনি বললেন, আর্জেন্টিনা কোন দল হল নাকি? আমি বললাম, যদি তেমনটাই হবে তবে এ দলের পিছনে এতো সমর্থন, এতো আবেগ কেন? তিনি হেসে বললেন, বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে অর্ধেক ফুটবল বুঝে, বাকিরা আর্জেন্টিনা। বাক্যটার মর্মার্থ, আমি তৎক্ষণাৎ বুঝিনি। তবে বুঝার পর দুজনে একসাথে অনেকক্ষণ হাসলাম। ভদ্রলোকের সাথে আমার মতের মিল তেমন কোন সময়েই হয়না। তবে উল্লেখিত বাক্যটাতে তাঁর সাথে দ্বিমতের কোন সুযোগ দেখিনা।

আসলেই আমাদের ফুটবল সেন্স বা আবেগ অনেকটা এ ধরণেরই। ---------------------------------------------------------------------------------- Related Post (Click This Link)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.