আমি সপ্নবিলাসী নই , নই নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়া কোন কাপুরুষ । ত্যাগের রঙে রাঙাবো আমার প্রত্যাশা , সোনালী সফলতার সাথে কিছু অবিমিশ্র আবেশ , তাতে মন্দ কী !...
আমি সপ্নবিলাসী নই ,
নই নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়া কোন কাপুরুষ ।
ত্যাগের রঙে রাঙাবো
আমার প্রত্যাশা ,
সোনালী সফলতার সাথে কিছু
অবিমিশ্র আবেশ ,
তাতে মন্দ কী !
তবু আমি প্রত্যাশা করি ,
নিজের ইছ্ছাটা একটু উচ্চে তুলে ধরি ,
পায়ের দু আঙ্গুল উচিয়ে আরেকটু -
উস্কে দেয়া এক বিশ্বাসী চেতনা ।
যেন সেটা আলোর মুখ দেখে ।
আমার আকাশ আবারো আলোকিত সবে ,
আবারো সূর্য উঠবে
দেখবো এক উদ্ভাসিত ভোর ,
সে আশায় কাটে মোর প্রতিটি প্রহর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।