আমাদের কথা খুঁজে নিন

   

আসছেন রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যান বাংলাদেশ সফরে আসছেন। ২৬ মে তিনি ঢাকায় পৌঁছাবেন। ২৮ মে পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। দ্বিতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ কর্মসূচিতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। মার্কিন পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শেরম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করবেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৃহত্তর পরিসরে আলোচনার একটি ফোরাম। এখানে উন্নয়ন, নাগরিক সমাজ, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও সহিংসতা, উগ্রবাদ, বিজ্ঞান-প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার বিষয় নিয়ে আলোচনা হবে।
এর বাইরে ওয়েন্ডি আর শেরম্যান শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে তৈরি পোশাকশিল্পের পরিবেশ এবং রানা প্লাজার ধসপরবর্তী বিপর্যয় নিয়ে গোলটেবিল বৈঠক করবেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।