আমাদের কথা খুঁজে নিন

   

পর্দায় আসছেন চে !

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

পর্দায় আসছেন চে ! না , কোন গল্পকথা নয় । হলিউডের চোখধাঁধানো তারকাদের হরেক নাটুকেপনা থেকে অনেক , অনেকখানি সরে এসে সেলুলয়েডে হাজির হতে চলেছেন দুনিয়া কাঁপানো সেই চরিত্র , যাঁকে নিয়ে আজও তৈরি হয় লাখো লাখো স্বপ্ন । এই চে গুয়েভারাকে নিয়েই এবারের কর্মকাণ্ড স্টিভেন সোডারবার্গের । বেছে ফেলেছেন ছবির চে'কেও ।

বেনিসিও দেল টোরো থাকছেন নামভূমিকায় । ২০০৫ সালে 'সিন সিটি' ছবিতে শেষবার হাজির হয়েছিলেন টোরো । তার আগে ২০০০ সালে এই সোডারবার্গের 'ট্রাফিক' ছবিতে সেরা পার্শ্ব অভিনেতার ভূমিকায় পেয়েছিলেন অস্কার খেতাব । কিন্তু এবারের ব্যাপার একেবারে আলাদা । বিশেষত , চে'র মতো ব্যক্তিত্বকে পর্দায় পুরোদস্তুর ফুটিয়ে তোলার কাজ যে কতো কঠিন , তা বোধহয় বলার অপেক্ষা রাখে না ।

এবং সেই কারণেই হয়তো চ্যালেঞ্জটা আরো বেশি করে উপভোগ করছেন দু'জনেই । পরিচালক এবং মুখ্য অভিনেতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।