কবিতাপাঠক মাত্রই জানেন, ভালো কবিতা প্রথম পাঠেই পাঠকের স্মৃতিকোটরে এক সবুজস্পর্শী প্রেরণার প্রান্ত খুলে দেয়। কোনো কোনো ইতি ও নেতিবাচক পরিপ্রেক্ষিতে ওই ভালো কবিতার বিষয় ও কথা মনে পড়ে আর পাঠককে ভিন্নভাবে বাঁচিয়ে তোলে। রোববার, ৪ আগস্ট ২০১৩ প্রথম আলো বন্ধুসভার পাতায় ২০ জন কবির ২০টি কবিতা পড়ার পর আশাবোধ আমাকে বলল, অদূর ভবিষ্যতে আমরা কয়েকজন নতুন কবিকে পেতে যাচ্ছি। ২০ জন কবিকে অভিনন্দন। আমাদের ভাষার খুবই বড় লেখক, যাঁর সম্পর্কে আমি বিভিন্ন সাহিত্য আড্ডায় বলে থাকি, আমাদের সৈয়দ হক যদি ইউরোপের প্রধান কোনো ভাষার লেখক হতেন, তাঁর কোনো কোনো লেখা পড়ার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকত।
যেকোনো নতুন লেখকের লেখা পড়াও একধরনের শ্রমপূর্ণ সৃষ্টিশীলতার কাজ। আমরা সৈয়দ শামসুল হকের কাছে কৃতজ্ঞ যে তিনি তাঁর নিজ শিল্পচর্চার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন নতুনদের। পাঠক খেয়াল করবেন, হক ভাই কবিতাগুলো নির্বাচন করার সময় লেখক-শিক্ষকের দায়িত্ব বহন করে বিবেচনায় রেখেছেন, পাঠক ২০টি কবিতাপাঠের মধ্যে যেন পেয়ে যান বাংলা ভাষার প্রায় সব প্রধান ছন্দের সাক্ষাৎ এবং বহুমাত্রিক বিষয় (প্রেম, রাজনীতি, বিপন্নতা, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আশা, আশাহীনতা ইত্যাদি)। কী ভালো সনেট ‘চিৎকার চক্র’ লিখেছেন মানিক মোহাম্মদ রাজ্জাক। ‘শতাব্দীর স্বরধ্বনি’, ‘নিরাশার ভাষা’, ‘ডানাহীন লাল ঠোঁটে চৈতালী চিৎকার’ ও ‘খোয়াবের শাদা শিষে’র চক্রের মধ্যে ঘুরপাক খেতে খেতে ‘নতুন ঢঙে’ আমাকে ‘শিখতে হয় স্লোগানের রীতি’।
এ কবিতায় মানুষ, দেশ ও বর্তমান পৃথিবীর অসহায়ত্বকে কবি কবিতার ভাষায় চিত্রিত করেছেন। স্বরবৃত্তে রাব্বী আহমেদ বলেন, ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’, ‘এক জীবনে ভালোবাসার সকল সুধা শুষতে নেই’। প্রথম পাঠে মনে হতে পারে, কবিতাটি এক হালকা ঠাট্টা, কিন্তু তা নয়; এক চিরব্যথা ও কষ্টের শব্দবিভাব। ‘ঠোঁট কামড়ে ধরে’ ও ‘কাঁদতে’ এই দুই ছবির দৃশ্যে শারীরিক প্রেম ও বিরহব্যথার দুই ডানা আমার বাঁচার অসম আকাশে উড়তেই থাকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।