আমাদের কথা খুঁজে নিন

   

হেলেন আসছেন…

ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর
বাংলাদেশের ৪৫০১ টি ইউনিয়নের সবকটিতে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) আগামী ১১ ই নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এই বিশাল এই কর্মযজ্ঞের উদ্বোধনীর অংশ হয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং ইউএনডিপি’র প্রশাসক (গ্লোবাল এ্যাডমিনিস্ট্রেটর) হেলেন ক্লার্ক আজ বাংলাদেশে আসছেন। প্রাকৃতিক নৈসর্গের দেশ নিউজিল্যান্ড অনেক আগে থেকেই নারীর ক্ষমতায়নের জন্য বিখ্যাত। কারণ, নিউজিল্যান্ডের নারীরাই বিশ্বে প্রথম জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার লাভ করেছিলেন। হেলেন ক্লার্ক টানা নয় বছর (১৯৯৯-২০০৮) দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দশবার। প্রধানমন্ত্রীত্ব ছাড়াও তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নিউজিল্যান্ডে পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করেছেন। একজন সফল সংগঠক হিসেবে নিউজিল্যান্ডের বহুভাষী, বহু-সংস্কৃতির মানুষকে একই সুতোয় গাঁথতে তার সাফল্য ঈর্ষণীয়। তিনি একজন সফল নারী নেত্রী, ইউএনডিপির প্রথম নারী প্রশাসকও। তবে এসবের বাইরে তার অন্য একটি পরিচয় রয়েছে।

সেটি হলো তিনি পরিবেশবাদী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যে সমস্ত বিশ্বনেতারা সোচ্চার ভূমিকা পালন করে আসছেন, হেলেন ক্লার্ক সে দলেরই সামনের সারির একজন। বাংলাদেশে হেলেন ক্লার্কের এটি প্রথম সফর হলেও ক্লার্ক পরিবারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। হেলেন ক্লার্কের বাবা জর্জ ক্লার্কও ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম শুভাকাঙ্খী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন।

হেলেন ক্লার্কও বাংলাদেশে আসছেন এ দেশের জন্য অকৃত্রিম শুভকামনার বার্তা নিয়ে। একজন পরিবেশবাদী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে এ বিশ্বনেতার বাংলাদেশ সফরের বেশ কিছু তাৎপর্য রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ে যে দেশগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম (বিশেষ করে এর উপকূলবর্তী অঞ্চলগুলি)। একজন পরিবেশবাদী নেতা হিসেবে তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের পাশে দাঁড়াতে, বাংলাদেশের পক্ষে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি করতে। ১১ই নভেম্বর তিনি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরীমুকরী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন এমডিজি ও উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় এবং তাতে বাংলাদেশের অবস্থান এবং এ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)-এর বিশ্বব্যাপী ভূমিকা নিয়ে।

পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ চায় বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করতে। এ সময় তার মতো একজন বিশ্বব্যক্তিত্বের আগমন, আশ্বাস, এবং সহযোগিতা বিশ্ববাসীকে বাংলাদেশের প্রতি বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। হেলেন ক্লার্ক এমন একটি সময়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন যখন এ দেশ পরিবেশ বিপর্যয়, দারিদ্র, বেকারত্বসহ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, নিশ্চিত করছে চাইছে তথ্যের অবাধ প্রবাহ, সেবাকে পৌঁছে দিতে চাইছে জনগণের দোরগোড়ায়। দেশের উন্নয়নের এই সন্ধিক্ষণে, হেলেন ক্লার্কের মতো একজন বিশ্বনেতার উপস্থিতি, শুভকামনা বিশ্ববাসীর মধ্যে বাংলাদেশের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের চলার পথকে যে আরো মসৃণ করবে সেটি তো না বললেও চলছে। আরো জানতে চান? :http://www.digitalbangladesh.gov.bd/bangla/blog.php?ID=440
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.