ব্লগে রিজিস্ট্রেসন করলাম। কি লেখব বুঝতে পারছি না। আমার টাইপও দ্রত না। তাছাড়া ভুল হয় প্রচর। কিছুটা লজজাও করছে।
লেখার অভ্রাস নাই। আমার এক কলিগ কে দেখি ব্লোগিঙ করে। তার কাছ থেকেই উৎসাহো পেয়েছি লেখার জন্যে। তার কম্পিউটারে বসেই রেজিস্ট্রেশন করলিম। সে অনেক হেল্ফফুল।
ইচ্ছে আছে নিয়মিত লেখব। কিন্ত কি লেখব সেটাই জানিনা। তাই আপাতত পড়ব। অন্যদের লেখা পড়তে পড়তে ব্লোগ সম্পর্কে ধারনা এসে যাবে। তভন নিজের মত করে লেখতে পারব।
আপাতত সবাই আমার জনে দোয়া করবেন। অনেক বানান ভুল হলো মনে হয়। কিচু মনে করবেন না। আশা করি দ্রুতই সব ঠিক হয়ে যাবে।
সবাই ভালো থাকবেন।
রাজবাড়ীতে বেড়াতে এলে আমাকে জানাবেন। দেখা হলে খুশি হবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।