যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে ঈশ্বর শালাদের ভীড় বেড়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে, তাই এখানে মরে পড়ে থাকে আমার শৈশব, কী মৃত্যু,কী ভয়ানক, গা শিউরে যায় দুমিনিটের জন্যে। আমি এই শিশুর মৃত্যুর জন্য একদম দায়ী নই, এই শিশু আমার আত্মীয়ও নয়, তাই আমি শুধু প্রতিবাদ জানাই, ঈশ্বরের কাছে কৃপিত আমি, আমার তো গুলি লাগে নাই!!! আমি এই শিশুকে চিনিনা, আমি তাই প্রতিবাদ জানাই, যারা মেরেছে তাদের আমি চিনি না, জানি মস্ত কিছু ঝুলছে তাদের গুপ্তাঙ্গে, এসো সেখানে পারলে কিছু অম্ল লাগাই। কী ভয়ঙ্কর,আমি এমন নিষ্পাপ শিশুকে চিনি না, জানি না, একটু হাত বুলিয়ে আদরও করি না, এই শিশুটা ক্যান যেন আমার শৈশব, আমার কাদা মাখা গতরের গন্ধ ছড়াচ্ছে, আমি জানি না চিনি না, তাই প্রতিবাদ জানাই দুমিনিটের, কথা দিলাম,কাল ভোরেই ভুলে যাবো আমার শৈশব মনে করিয়ে দেয়া এই শিশুর মুখ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।