মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটির ঝাড়খণ্ডে এক নারী পুলিশ সদস্যকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মাওবাদী জঙ্গিদের হামলায় নিহত ভগ্নিপতির মরদেহ নিয়ে তিন আত্মীয়ের সঙ্গে রাঁচি থেকে লাতেহারে ফেরার পথে রাস্তা অবরোধ করে ওই নারী পুলিশ সদস্যকে জোর করে ধরে নিয়ে শারীরিক নির্যাতন চালায় তিন পাষণ্ড।
আত্মীয়দের ভাষ্যমতে, ডাকাত দলের সন্দেহভাজন সদস্যরা মরদেহবাহী গাড়িটি থামিয়ে ভাঙচুর ও গালিগালাজ করতে থাকে। তারপর ওই নারীকে ধরে নিয়ে গণধর্ষণ করে।
এদিকে সংবাদ মাধ্যমগুলো জানায়, এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে সে সময় রাস্তা দিয়ে চলাচল করা অন্য যানবাহনগুলো ফিরেও চায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কেবল একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।