মুহসিন আব্দুল্লাহ
জামায়াতের লোকেরা বিদ্যুতের নাটবল্টু খুলে দেয় বলেই জনভোগান্তি : সাজেদা
আমার দেশ, Sun 13 Jun 2010
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সব জায়গায় জামায়াতের লোক বসে আছে। তারা বিদ্যুতের নাট-বল্টু খুলে দেয়। সে জন্যই বিদ্যুত্ নিয়ে জনগণের এতো ভোগান্তি হচ্ছে। না হলে বিদ্যুত্ নিয়ে এতোটা সমস্যা হবার কথা নয়। প্রশাসনে জামায়াত-বিএনপির লোক আছে।
তাদের সরাতে হবে।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশাসনের সকল স্তর থেকে জামায়াত সমর্থকদের দ্রুত সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানান।
তিনি বলেন, সব জায়গায় বিএনপি-জামায়াতের লোক আছে। প্রথমে বিএনপি তারপর জামায়াত, আবার বিএনপি তারপর জামায়াত। এভাবে তারা প্রশাসন সাজিয়ে রেখে গেছে।
প্রধানমন্ত্রীকে বলি, এত দয়া দেখালে হবে না। এদের না সরালে আপনার সব পরিশ্রম ব্যর্থ হবে। আপনাকে শক্ত হতে হবে, এদেরকে সরাতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।