দেশ যখন বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি করছে তখন আমার মনে একটা কথায় শুধু ঘুরে ফিরে আসছে "আমরা কি দেশের ৪র্থ শ্রেণীর নাগরিক ??"
কেন মনে হচ্ছে এমন ?
কারণ দেশের বিদ্যুৎ ব্যবস্থা ? না , তানা, বরং দেশের বিদ্যুৎ বন্টন ব্যবস্থাই আমার এমন মনে হবার কারণ। কাল রাতে সন্ধার পর থেকে ১২:৩০ পর্যন্ত মোট ১১ বার বিদ্যুৎ গেছে আর এসেছে, খেলা চলাকালিন সময়ে প্রথম ৪৫ মিনিটেই গেছে ৬ বার, পরের ৪৫ মিনিট বিদ্যুৎ ছিলইনা । এই ঘটনা টা সকল গ্রামান্চলেই ঘটেছে । কিন্তু আমি খোজনিয়ে দেখেছি বড় বড় শহরগুলোতে এমনটি হয়নি !!
কেন??
তারা দেশের নাগরিক আর গ্রামান্চলের মানুষ কি গরু-ছাগল?
শুধু গতকালই না বিদ্যুতের এই বৈষম্য চলে আসছে অনেক দিন থেকে ।
চট্টগ্রাম, বরিশালে ব বিদ্যুতের দাবিতে আন্দলন হচ্ছে, তদেরকে হয়ত বিদ্যুত অন্যদের তুলনায় বেশি দেওয়া হবে । তাহলে কি শান্তিপ্রিয় মানুষের জন্য বিদ্যুৎ না ?
বিদ্যুৎ পেতে হলে ভাংচুর না করলে কি হবে না ?
গতকাল শুক্রবারে যেখানে সকল কলকারখানা বন্ধ থাকে , বিদ্যুটের চাহিদা থাকে কম, সেইদিনে বিদ্যুতের যাওয়া আসার খেলা যদি হ্য় এমন ভয়াবহ ! তাহলে বাকি দিন গুলোতে কি হবে??আমার কথা সবাই কে বিদ্যুৎ সমান ভাবে দিতে হবে । কেউ পাবে কেউ পাবে না তা হবে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।