আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি দেশের ৪র্থ শ্রেণীর নাগরিক ??



দেশ যখন বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি করছে তখন আমার মনে একটা কথায় শুধু ঘুরে ফিরে আসছে "আমরা কি দেশের ৪র্থ শ্রেণীর নাগরিক ??" কেন মনে হচ্ছে এমন ? কারণ দেশের বিদ্যুৎ ব্যবস্থা ? না , তানা, বরং দেশের বিদ্যুৎ বন্টন ব্যবস্থাই আমার এমন মনে হবার কারণ। কাল রাতে সন্ধার পর থেকে ১২:৩০ পর্যন্ত মোট ১১ বার বিদ্যুৎ গেছে আর এসেছে, খেলা চলাকালিন সময়ে প্রথম ৪৫ মিনিটেই গেছে ৬ বার, পরের ৪৫ মিনিট বিদ্যুৎ ছিলইনা । এই ঘটনা টা সকল গ্রামান্চলেই ঘটেছে । কিন্তু আমি খোজনিয়ে দেখেছি বড় বড় শহরগুলোতে এমনটি হয়নি !! কেন?? তারা দেশের নাগরিক আর গ্রামান্চলের মানুষ কি গরু-ছাগল? শুধু গতকালই না বিদ্যুতের এই বৈষম্য চলে আসছে অনেক দিন থেকে । চট্টগ্রাম, বরিশালে ব বিদ্যুতের দাবিতে আন্দলন হচ্ছে, তদেরকে হয়ত বিদ্যুত অন্যদের তুলনায় বেশি দেওয়া হবে । তাহলে কি শান্তিপ্রিয় মানুষের জন্য বিদ্যুৎ না ? বিদ্যুৎ পেতে হলে ভাংচুর না করলে কি হবে না ? গতকাল শুক্রবারে যেখানে সকল কলকারখানা বন্ধ থাকে , বিদ্যুটের চাহিদা থাকে কম, সেইদিনে বিদ্যুতের যাওয়া আসার খেলা যদি হ্য় এমন ভয়াবহ ! তাহলে বাকি দিন গুলোতে কি হবে??আমার কথা সবাই কে বিদ্যুৎ সমান ভাবে দিতে হবে । কেউ পাবে কেউ পাবে না তা হবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.