মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । অনেকে অস্বীকার করতে পারেন, তবে এটা সত্যি এবং প্রমাণিত > > > > > > আসুন কয়েকটা লাইন বলি আপনাদের, সাম্প্রতিক ঘটনা থেকে ... আমরা আসলে কী চাই? জামায়াত-শিবির-আওয়ামীলীগ-বিএনপি নির্বিশেষে আমরা কী একটা 'সংখ্যালঘু-মুক্ত' দেশ চাই? ব্লগার রাজীব কী লিখেছে বা লেখেনি তা না পড়েই সবার ধর্মানুভূতিতে এত আঘাত লাগলো। সবাই ইসলাম বাঁচাও আন্দোলনে শরিক হলো। কিন্তু সারা দেশে যখন ভাঙা মন্দির আর মাথা ভাঙা প্রতিমা দেখাচ্ছে টিভিতে, তখন কারো ধর্মানুভূতি জাগে না? একটুও খারাপ লাগে না? কোথায় গেলেন মিজানুর রহমান, ফখরুল সাহেব, খালেদা জিয়া কিংবা প্রধানমন্ত্রী? যে গণজাগরণ মঞ্চে স্লোগান দিয়ে গলা ভেঙ্গে ফেলেছি, তারাও তো কর্মসূচী দিলো না। তবে কী ধর্মানুভূতি শব্দটা এদেশে শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য? ব্লগার রাজীবের জন্য সাধারণ রাজীব দে সরকারকে মূল্য দিতে হবে - এখন এটাই সত্যি আমি সংখ্যালঘু এবং দেশের নিকৃষ্ট শ্রেণীর নাগরিক - এখন এটাই সত্যি আমার মন্দির ভাঙ্গলে কারো কিছুই যায় আসেনা - আপনাদের জন্য সংখ্যালঘু-মুক্ত একটি দেশের জন্য মহান আল্লাহ পাকের কাছে মোনাজাত করছি সৃষ্টিকর্তা সকল সংখ্যাগরিষ্ঠ দের ভালো রাখুন ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।