Unemployee
মানবতার প্রতি সকল প্রকার অত্যাচার, অনাচার, কুশাসন, শোষণ এর
বিরুদ্ধে দেশ ও বিশ্বব্যাপী অবিরত সংগ্রামের প্রেক্ষিতে বিভিন্ন সময় দেশী-
বিদেশী বিভিন্ন ব্যক্তি, সংস্থা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অসংখ্য বিশেষণাত্বক আখ্যা দিয়েছেন তার কয়েকটি নীচে উল্লেখ করা হলঃ
১। প্রফেট অব ভায়োলেন্স বা ঈশ্বর প্রেরিত বিদ্রোহী মানব
২। ফায়ার ইটার মাওলানা বা অগ্নিভূক মওলানা
৩। সন্তোষের যিশু
৪। প্রাচ্যের লাল মওলানা
৫।
আপন কওমের ত্রাণকর্তা
৬। এক “মহা বিস্ময়”
৭। বাংলার কাল বৈশাখী
৮। শতাব্দীর বিবেক
৯। মুক্তির দিশারী
১০।
জনতার চাবুক
১১। কৃষক-শ্রমিকের নয়নমনি - মওলানা ভাসানী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।