সুন্দরের কাছেই সব দায় ভার
ওজন দুই তিন মন যাই হোক না কেন ভারী বলার ভার আমি নেব না। কারন ওই ওজনের সাথে কিছু পানের পুরোনো পিক- ময়লা জামার অযতনো কুচকানো ও শামিল। তার পরও যা আছে তাতে অন্ধতা ছাড়া আর কিছু নাই। কারন "নুরুন আলা নুর" পড়লে ও তার মধ্যে সে নুর বা আলোর কিছূই নেই। অথবা নুরুনের জাগায় পরেছে"নুনুন-আলা নুন" অর্থৎ নুনের উপর নুন মানে খাদ্যের পর খাদ্য আর কিছু না। তাই যদি না হয় তাহলে দাড়ি না রাখা কবিরা গুনাহ্, পেন্ট পরা ফাসেকী.. বললে ধর্মের কল্যান হয় না ধর্মের বার টা বাজে? এমন মাওলানার ওজন মাপবেন না শূন্যতা? মাওলানা বলবে না মাল-টানা(মাতাল!!)?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।