নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
যখন নেমেছে স্বর্গ থেকে - আলোয় ভরেছে ভুমন্ডল
পিতা দেখে নি সাদা কালো আনন্দে ফেলেছে চোখের জল
স্বর্ণ রৌপ্য তুচ্ছ হয়েছে এমনই সেই রূপের জ্যোতি
বুকের ছাতি ভরে উত্তাপে, কালো শিশু কোমল মতি ।।
এই সে পিতা সেই সে পুরুষ খুঁজে দেখ আমল নামা
ফর্সা কন্যে খুঁজে হন্যে জান করেছে তামা তামা
সেই সে তরুণ যার অন্তরে দেয়নি নাড়া কৃষ্ণ কালো
চোখ ভরেছে ফর্সা নারী মন কদাকার তবুও ভালো ।।
গায়ের রঙে হৃদয়বতী রয়ে গেলো চোখের ওপার
মেরুর বরফ, চামড়া তেমন দৃশ্যমাণ অল্পই তার
মা যেমন কালো হলেও, বয়স হলেও, মা রয়ে যায়
মায়ার গুণে, ভালোবাসায় গাত্রবর্ণ হার মেনে যায়
সাদা কালো সবার ভিতরে ঢেউ দরিয়া অকুল পাথার
প্রেম-স্পর্শে ডুব না দিলে মুক্তো হয়না আবিষ্কার ।
তত্ত্ব হলেও সত্য এটা, সবার উপর মনের বাহার
গুণের মেয়ে, ধৈর্য, জ্ঞানে আগলে রাখে গৃহ সংসার ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।