আজকের প্রথম আলোয় প্রকাশিত আবুল মকসুদ- এর প্রবন্ধের কিছু অংশ:
আমাদের মহাজোট সরকারের নীতিনির্ধারকেরা এক চমৎকার তত্ত্ব বের করেছেন। যা প্রধানমন্ত্রীরও অনুমোদন লাভ করেছে। অভিনব তত্ত্বটি হলো জনসংখ্যা বৃদ্ধি আমাদের জন্য কোনো সমস্যা নয়—আশীর্বাদ। পৃথিবীর অনেক দেশে এখন জনসংখ্যা কমছে। বাংলাদেশের বাড়তি মানুষ আমরা ওই সব দেশে রপ্তানি বা চালান করব। তাতে আমরা এমন লাভবান হব, যা ফুলবাড়ীর ৯৬ ভাগ নয়, ১০০ ভাগ কয়লা রপ্তানি করেও সম্ভব নয়।
তাহলে আমাদের প্রধান রপ্তানি খাত হতে যাচ্ছে জনসংখ্যা রপ্তানি....... ।
কিন্তু প্রশ্ন হল জনসংখ্যা রপ্তানি কি এতই সহজ ?
আর কতই বা তারা রপ্তানি করবেন?
আর কত জনসংখ্যা হলে এদের শিক্ষা হবে?...............৩০ কোটি?.........৪০ কোটি?.....নাকি ৬০ কোটি?....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।