প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
প্রতিদিন এক নতুন রমণীর দেহ ভাসে চোখের তারায়
শাফিক আফতাব......................
ঘুরেফিরে প্রেমের কবিতা আর কত লেখি___
কতবার আর তোমাকে ঘুরেফিরে ভালোবাসি___
এক ঘেয়ে মনে হয় আজ, মনে হয় প্রেম বলে বিমূর্ত যে অনুষঙ্গ নিয়ে
কবিতার পাতা ভরে তুলছি__
তা মূলত কিছুই নয়। ইতর প্রাণী বিশেষও সঙ্গমের প্রাকপর্বে নান্দনিক কিছু করে__
মুখে মুখ রাখে, ঘ্রাণ শোঁকে, আবেদন জানায়___
কিংবা অভিষ্ট লক্ষ্যের জন্য অপেক্ষার বসে থাকে।
মানুষ এই অপেক্ষায় বসে থাকার নাম প্রেম বলে।
কিংবা কামের আগুনে পুড়ে যাবার প্রাকসময়ের সমষ্টির যাতনাকে প্রেম বলে।
পাবার অপেক্ষার জন্য দীর্ঘ দহনকে প্রেম বলে।
পশুরাও অপেক্ষা করে
দিনের পর দিন
তারপর সঙ্গীনি খোজেঁ, পেলে নিবেদন জানায়___
তারপর ঐ সভ্য মানুষের মতোন গভীর গর্তের টানে প্রাণ এলিয়ে দেয়__
বৃষ্টিপাত ঘটায়।
এই সব কত আর লিখি
তবু প্রতিদিন এক নতুন রমণীর দেহ ভাসে চোখের তারায়, কারুকার্যময় পেলব তনুর
ঘ্রাণ নাকে লাগে।
নিজের ভেতর বর্ধিত লতা কবিতার ছন্দ আনে__ আমি বর্ধিত হই।
২৪.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।