আমাদের কথা খুঁজে নিন

   

মহানগর

আমি আমার পৃথিবীর রাজা

আমি ঠিক করেছি আমার প্রথম মাইনে দিয়ে একখানা চকচকে ব্লেড আর একখানা মজবুত রেজর কিনবো; ইদানিংকার আমার মুখভর্তি দাড়ি গোফ নাকি তোমাদের কর্পোরেট পৃথিবীর আর পণ্য নয় শুনে তাই আমার পর-আপন বস্তুগুলো একট্ওু বিচলিত নয়Ñ বরংচ আরো বেশি উৎফুল্ল হয়ে উঠছে এই ভেবে যে বিপ্লবের প্রাথমিক রূপান্তরটি তার মাধ্যমেই শুরু হচ্ছে। আশ্চর্য হচ্ছেন, আমি আমার দাড়ি কাটার কথাকে বিপ্লবের সাথে তুলনা করায়? আশ্চর্য হবার কিছু নেই- আমি আমার মুখে এক আশ্চর্য মানবিক জঙ্গল বানাতে চেয়েছিলাম যদি আমি মিথ্যে না বলে থাকি তবে সেখানে কোনও দূষিত বর্জ ছিলো না ছিলো কেবল কালো বৃরে এক ঘন বন, আমার-আপনার সকলের পরিচিত এই হারিয়ে যাওয়া বনের মাঝে ছিলো সৌহার্দ্যরে ফলবতী গাছÑ মানুষের ভেতরে তার সত্তার আড়াল করতে শুরু করেছে বলে ভীষণ অভিমানি হয়ে ওঠেছিলো- আর তাই আমি অভিমানি বৃরে বুকের কালো পাথরের দেয়ালকে দাঁড় করিয়েছি বিপ্লবের মুখোমুখিÑ যদি পৃথিবীতে একটিও মানুষ থেকে থাকো আমার এই বিপ্লবের কথায় মুখ টিপে টিপে হাসবে না দয়া করে দাড়ি কাটার এই উৎসবে সবার নিমন্ত্রণ করতে চাই- একবার এসে দেখে যান এই স্বচ্ছ মুখের মরুভূমিটিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.